Ads

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সস্তার একটি দুর্দান্ত ফোন লঞ্চ হল ভারতে। আর সেই ফোন নিয়ে এসেছে দেশি সংস্থা Itel। দীর্ঘ প্রতীক্ষিত সেই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নাম Itel S23। গত 9 জুন ফোনটি দেশের মার্কেটে নিয়ে আসা হয়েছে। কম দামি এই ফোনে কাস্টমাররা পেয়ে যাবেন 50MP রিয়ার ক্যামেরা, অত্যন্ত দ্রুততার সঙ্গে মাল্টি টাস্কিং, 16GB RAM, 128GB স্টোরেজ এবং সর্বোপরি খুবই আকর্ষণীয় লুক ও ডিজ়াইন।


আইটেল স২৩ মোবাইল ফোনের সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন | Itel S23 price in India


Itel S23 full specifications 

তবে এই Itel S23 ফোনে কী প্রসেসর ব্যবহৃত হয়েছে, তা কোম্পানির তরফে এখনও পর্যন্ত জানানো হয়নি। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফোনটিতে দেওয়া হয়েছে 16GB RAM। তার ফলে এই আইটেল হ্যান্ডসেটটি অত্যন্ত দ্রুতগতির হয়ে উঠেছে। তবে এই 16GB RAM কিন্তু সরাসরি নয়। এর মধ্যে 8GB হল ফিজ়িক্যাল এবং বাকি 8GB হল ভার্চুয়াল র‌্যাম। সেই সঙ্গে এই হ্যান্ডসেটে রয়েছে 128GB UFS 2.2 স্টোরেজ। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Intel OS 8.06।সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীকে হাই-কোয়ালিটি ফটো ও ভিডিয়ো অভিজ্ঞতা দিতে পারবে। বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি থাকছে এই ফোনে, যা 10W চার্জিং সাপোর্ট করছে। ফোনের দাম এখনও পর্যন্ত জানানো হয়নি কোম্পানির তরফে। তবে, একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, Itel S23 ফোনের দাম হতে পারে 8,000 টাকা-9,000 টাকার মধ্যে।এই ফোনের দাম যেমন এখনও পর্যন্ত জানানো হয়নি, তেমনই আবার জানা যায়নি, Itel S23-র বিক্রিবাট্টা কবে থেকে শুরু হবে। পাশাপাশি কোথা থেকে সস্তার এই ফোনটি মানুষ ক্রয় করতে পারবেন, সে বিষয়েও কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই সব বিষয়ে সংস্থার তরফে অফিসিয়ালি জানানো হবে।

Itel S23 price in all

মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 8 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 128 জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 10,490 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 8,799€ (রুপি)।আর 149.99 $ ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজারের মার্কেটপ্লেসের ভিতরে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads