মাত্র কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছিল Motorola Edge 40 Pro স্মার্টফোন। এবার কোম্পানি একই সিরিজের ভ্যানিলা মডেল Motorola Edge 40 লঞ্চ করেছে। Motorola এই নতুন স্মার্টফোনটি ইউরোপের মার্কেটের সাথে সাথে পুরো বিশ্বে লঞ্চ করে দিয়েছে। তো চলুন এই মোবাইলগুলি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেই ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে।
Motorola Edge 40 সম্পূর্ণ স্পেসিফিকেশন
Motorola Edge 40 স্মার্টফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.55-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি OLED প্যানেলে নির্মিত যা 144Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লে 1200 নিটস ব্রাইটনেস এবং HDR10+ এর মত ফিচারও সাপোর্ট করে।Motorola Edge 40 স্মার্টফোনটি Android 13 OS সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে প্রসেসিংয়ের জন্য 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 8020 octa-core প্রসেসর দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি 8GB RAM মেমরি সহ 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য Moto Edge 40 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর ব্যাক প্যানেলে F/1.4 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল 1/1.5-ইঞ্চি সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 13-মেগাপিক্সেল ম্যাক্রো ভিশন আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য, এই ফোনটিতে F/2.4 অ্যাপারচার যুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।পাওয়ার ব্যাকআপের জন্য এই Motorola Edge 40 স্মার্টফোনে একটি 4,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 68W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটি 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানির তরফে জানানো হয়েছে মাত্র 10 মিনিটের চার্জে এই ফোনটি সারা দিনের ব্যাকআপ দেয়। Motorola Edge 40 ফোনে 14 5G Bands এর সাপোর্ট রয়েছে।
এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে যা স্ক্রিনের নিচে রয়েছে।Moto Edge 40 ফোনটি IP68 সার্টিফাইড যা এই ফোনটিকে জল এবং ধুলোর হাত থেকে সুরক্ষিত রাখে।এই মোবাইল ফোনে Dolby Atmos দ্বারা টিউন করা ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।
Motorola Edge 40 দাম
মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব ১২জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব ১২৮ জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 70,000 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 29,999€ (রুপি)।আর 799.99 $ ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজারের মার্কেটপ্লেসের ভিতরে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন