Ads

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) হল ভালবাসার অন্য নাম। বাইকারদের মনের মণিকোঠায় থাকে রয়্যাল এনফিল্ড। সাধ থাকলেও সাধ্যের বাইরে দাম সেই ভালবাসাকে পূর্ণতা দিতে পারে না। তবুও জেগে ঘুমিয়ে নিরন্তর একটি রয়্যাল এনফিল্ডের স্বপ্ন দেখেন প্রত্যেক বাইকপ্রেমী। সেকারণেই গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে দাম কমিয়ে ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড আনল প্রিমিয়াম বাইক প্রস্তুত কারক সংস্থাটি। তবে চলুন জেনে নেয়া যাক এ ভাইটি সম্পূর্ণ বিস্তারিত ডিজিটাল বাংলা রিভিউজ এর মাধ্যমে।

রয়েল এনফিল্ড একটি অবিশ্বাস্য ফিচারের ভাইক সম্পর্কে জেনে নিন | Royal Enfield  price in global


Royal Enfield বাইকের সম্পূর্ণ ফিচার

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) হল ভালবাসার অন্য নাম। বাইকারদের মনের মণিকোঠায় থাকে রয়্যাল এনফিল্ড। সাধ থাকলেও সাধ্যের বাইরে দাম সেই ভালবাসাকে পূর্ণতা দিতে পারে না। তবুও জেগে ঘুমিয়ে নিরন্তর একটি রয়্যাল এনফিল্ডের স্বপ্ন দেখেন প্রত্যেক বাইকপ্রেমী। সেকারণেই গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে দাম কমিয়ে ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড আনল প্রিমিয়াম বাইক প্রস্তুত কারক সংস্থাটি। এমনিতেই ভারতীয় দুচাকার বাজারে রয়্যাল এনফিল্ডের চাহিদা একেবারে তুঙ্গে, সেখানে এমন কম দামে প্রিয় বাইকের আগমণে খুশি বাইকাররা। আরও পড়ুন-বাইকের রাজত্বে ফিরছে রেট্রো লুক, বাজারে আসছে কাওয়াসাকি ডব্লু ৮০০ স্ট্রিট।প্রস্তুত কারক সংস্থার তরফের খবর, বুলেট ৩৫০ (Bullet 350)কেএস (ক্লিক স্টার্ট) এবং ইএস (ইলেকট্রিক স্টার্ট)-কে পুনরায় সাজিয়েছে রয়্যাল এনফিল্ড। এর এক্স-শোরুম দাম যথাক্রমে ১ লাখ ১২ হাজার টাকা এবং ১ লাখ ২৬ হাজার টাকা। রয়্যাল এনফিল্ডের ৩৫০ কেএস-এর দাম আগের বাইকের তুলনায় প্রায় ৯০০০ টাকা কমে গিয়েছে। দেশের বাজারে এই গাড়ি দু’টির বিক্রিও শুরু হয়ে গিয়েছে। বলা বাহুল্য, যান্ত্রিক দিক দিয়ে বুলেট ৩৫০ মডেলের কোনও পরিবর্তন করা হয়নি। এর ফিচারগুলির মধ্যে রয়েছে৩৪৬সিসি, এয়ার-কুলড্‌, কারবিউরেটেড মোটর যা উন্নতমানের টর্ক উৎপন্ন করতে সক্ষম।রংও নিজের পছন্দে পেতে পারেন, কেননা বুলেট ৩৫০ কেএস মিলবে সিলভার, স্যাফায়ার ব্লু এবং কালোর বিভিন্ন শেডে। বুলেট ৩৫০ ইএস পাওয়া যাবে জেট ব্ল্যাক, রিগাল রেডও রয়্যাল ব্লু রঙে।তবে এই রঙের বাইকগুলো মিলবে পুরনো দামেই। নতুন দামের মডেল বুলেট ৩৫০ কেএস পাওয়া যাবে কালো রঙে এবং বুলেট ৩৫০ ইএস মিলবে মেরুন ও সিলভার রঙে। এখনও সব শোরুমে না এলেও খুব শিগগির তা পাওয়া যাবে বলেই দাবি সংস্থাটির। তাই দেরি না করে এই বেলা বুকিংটা সেরে রাখুন। সামনেই তো পুজো, এমন স্টাইল স্টেটমেন্টের সুযোগ কেউ ছাড়ে নাকি।

Royal Enfield বাইকের কারেন্ট প্রাইস

বাইকটির প্রাইজ বর্তমান মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দোনুভাবেই পাওয়া যাচ্ছে। তবে বর্তমান বাংলাদেশ মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,12,900 টাকা।75,665€ নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস। আর 549$ ডলারের আসে পাশে পেয়ে যাব আমরা এই স্পোর্টস বাইকটি বিশ্ব বাজারে। তার কারণ হলো এই বাইকটির প্রাইস বিশ্ব বাজারে আনঅফিসিয়াল ভাবে নির্ধারণ করা হয়েছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads