Ads

Galaxy A04e লঞ্চ করার ঠিক এক মাস আগেই Samsung একটি বাজেট হ্যান্ডসেট Galaxy A04s নিয়ে এসেছিল। সেই ফোনের দাম ভারতের বাজারে 13,499 টাকা। খুব সম্ভবত Samsung Galaxy A04e ফোনটির দামও এক হতে পারে বা তারও কম হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।Samsung একটি নতুন স্মার্টফোন যোগ করল তার Galaxy A সিরিজ় লাইনআপে। সংস্থার সেই নতুন ফোনের নাম Galaxy A04e। চুপিসাড়েই এই ফোনটি লঞ্চ করা হয়েছে। কারণ, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনের মূল স্পেসিফিকেশন ও ফিচার সহযোগে ফোনটি তালিকাভুক্ত করা হয়েছে। এমনকি ফোনটির দাম কত, কবে থেকে কিনতে পারবেন কাস্টমাররা, সে বিষয়েও সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে শীঘ্রই এই ফোন সম্পর্কিত একাধিক তথ্য স্যামসাং জানাবে বলে মনে করা হচ্ছে।


স্যামসাঙ গ্যালাক্সি অ০৪ই মোবাইল ফোনের সব চমৎকার ফিচার দেখে নিন | Samsung Galaxy A04e price in global


Samsung Galaxy A04e: স্পেসিফিকেশন

Samsung Galaxy A04e ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ ইন-সেল টাচ LCD স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। তবে সেই প্রসেসরের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।4GB পর্যন্ত RAM থাকছে এই হ্যান্ডসেটে। সেই সঙ্গে ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 128GB-র ক্যাপাসিটি। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ ক্যাপাসিটি 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। সফটওয়্যার হিসেবে এতে থাকছে সংস্থার নিজস্ব One UI 4.1, যা অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক।ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 13MP সেন্সর। তার সঙ্গ দিতে থাকছে একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Galaxy A04e ফোনে রয়েছে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। কানেক্টিভিটির দিক থেকে রয়েছে Wi-Fi 802.11 b/g/n (2.4GHz), ব্লুটুথ ভার্সন 5.0 এবং LTE। কালো, নীল এবং কপার এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।

Samsung Galaxy A04e: দাম 

এই মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 4 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 128 জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 12,999 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 11,499€ (রুপি) স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads